আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দায়িত্ব নিয়েই ২০০ আদেশে সই, অভিবাসী ঠেকাতে কঠোর

 

দায়িত্ব নিয়েই ২০০ আদেশে সই, অভিবাসী ঠেকাতেও কঠোর হবেন ট্রাম্পপাসপোর্ট বানিয়েছিপ্রথম ফ্রিজ কিনেছিস্মার্টওয়াচ কিনেছিগিটার কিনেছিমনিটর কিনেছিক্যামেরা কিনেছিপ্রথম ফ্রিজ কিনেছিস্মার্টওয়াচ কিনেছিমনিটর কিনেছি

আজ সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে রবিবার ওয়াশিংটনে সমর্থকদের নিয়ে বিজয়োৎসব পালন করেছেন তিনি। সেখানেই ট্রাম্প বলেছেন, প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ করবেন।

নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সীমান্ত নিরাপত্তা, জ্বালানি, আমেরিকান পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং ফেডারেল সরকারের কার্যপদ্ধতির ওপর ফোকাস করে প্রায় ২০০টিরও বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ডোনাল্ড ট্রাম্প।

 

ট্রাম্পের দলের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, প্রথম দিনই ট্রাম্প বেশ কিছু ‘অমনিবাস’ নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।তিনি বলেন, প্রেসিডেন্ট ঐতিহাসিক ধারাবাহিক নির্বাহী আদেশ ও পদক্ষেপ জারি করছেন যা আমেরিকান সরকারকে মৌলিকভাবে সংস্কার করবে। এই সব নির্দেশের মধ্যে আমেরিকান সার্বভৌমত্বের বিষয়টিও রয়েছে।রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই জাতীয় সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করতে চলেছেন ট্রাম্প।

এছাড়া আমেরিকার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সুরক্ষিত করতে মার্কিন সামরিক বাহিনী ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেবেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে যে সকল অপরাধ চক্র সক্রিয় আছে, তা ধ্বংস করার বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার দেবেন ট্রাম্প।

ট্রাম্প তার সমর্থকদের জানিয়েছেন, তিনি সীমান্তে অভিবাসীদের অনুপ্রবেশ পুরোপুরি থামিয়ে দেবেন। ভেনেজুয়েলা থেকে প্রচুর অভিবাসী আসা প্রসঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলার অপরাধী গ্যাং ট্রেন দে অ্যারাগুয়ার সদস্যদের অ্যামেরিকা থেকে বের করে দেবেন।এরা খুবই রুক্ষ মানুষ। এরা আমাদের দেশকে নরক বানাচ্ছে।

ট্রাম্প বলেছেন, তিনি আমেরিকার সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। প্রেসিডেন্ট হওয়ার পরই প্রথম কয়েক দিনে তিনি একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি করবেন।

 

ট্রাম্প বলেছেন, আমার প্রথম দিন হবে আপনাদের জন্য সেরা দিন, প্রথম সপ্তাহ হবে সবচেয়ে বড় সপ্তাহ এবং প্রথম একশ দিন হবে অসাধারণ প্রথম একশ দিন।

 

ট্রাম্প জানিয়েছেন, বাইডেনের আমলে নেয়া অনেক সিদ্ধান্ত তিনি বদলে দেবেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সেনেটর রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নিয়ে লড়াই করা নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত বাকি নথি তিনি প্রকাশ করবেন।

 

ট্রাম্পের নতুন প্রশাসনের সিনিয়র উপদেষ্টা জেসন মিলার বলেছেন, ট্রাম্পের অভিষেকের পরপরই এসব আদেশে স্বাক্ষর করবেন বলে পরিকল্পনা করছেন। অনেক পদক্ষেপ “অমনিবাস” নির্দেশের অংশ হবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin