আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শবে বরাত

-মোঃ জিয়াউর রহমান

 

যখন আমি লিখছি শবেবরাত নিয়ে এ ছড়া,

শিশু-কিশোর, আবালবৃদ্ধবনিতা, সুদখোর, মদখোর করেছে কোলাহল সর্বপাড়া।

মহান সৃষ্টিকর্তার ইবাদতে থাকবে মশগুল খাঁটি ঈমানদার জায়নামাজে খাড়া,

পরের ক্ষতি করে না কখনও,ঈমানে বলীয়ান তারা।

শবে বরাত রজনীতে লিখবে মহান আল্লাহ সারা বছরে বান্দার বরাত,

সেই লোভে চরম অপরাধীরা সাজবে আজ হুজুরে লেবাজে সুন্নতি সুরাত।

আতর মাখাবে পোশাকে, সুরমা লাগাবে দুচোখে, ঈমানে নেই কোনো খূঁত,

ধবধবে সাদা পাঞ্জাবি, হাতে তসবি তিনি সারা বছর খায় সুদ।

সামনে রমজান দেখে নিত্য পণ্য মজুদ করার স্বপ্নে থাকেন ভুত।

যে দেশের সংসদ সদস্য থাকে অধিকাংশ ব্যবসাহীর পুত,

সম্পদের অভাব নাই তারপরও সম্পদ আছে জানলে লুট করতো সাগর লুত।

দেশে অভাব নেই রমজানের পণ্য তেল, ডাল, চিনি ও ছোলা বুট,

দোকানদারের কথা শুনে মনে হবে যেন আপনি খেয়েছেন শুট।

তেল কিনলে কিনতে হবে বেশি দাম দিয়ে পোলার চাল,

পণ্য দর করলে দোকানদাররা বলে বেশি করেন না দোকানের সামনে ফাল।

সারা বছর সাধারণ মানুষকে রাখবেন পণ্যের মাঝে সাখের করাত।

কৃষকের উৎপাদনে দাম নেই, ক্রয়ে দাম সেই, এমনটা করতেন না জানলে ঈমানী ফজিলত।

মহান দেশের চোরেরা আজ মহান আল্লাহর কাছে চাইবেন বরাত,

দিনটিকে রেখেছেন অন্য দিন থেকে অনেকটা তফাত।

এদের জন্য মুসলিম হয়েও প্রতিষ্ঠা পায় না দেশ ইসলামী খিলাফত,

খাটি ঈমানদার হোন, তা না হলে পার হতে পারবেন না পুলসিরাত।

হে আল্লাহ এদের বরকত দিয়ে পূর্ণ কর এদের বরাত,

সামনের রমজানে করতে পারে না যেন পাপ, এনে দাও জীবনে পূর্ণতার ইবাদত।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin