আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্লট বরাদ্দে অনিয়মে হাসিনা-পুতুলের বিরুদ্ধে মামলা

 

ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে পূর্বাচলে প্লট নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়েজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬০ কাঠা প্লটের মধ্যে এ মামলাটি ১০ কাঠার প্লটটি নিয়ে, যেখানে প্রথম আসামি করা হয়েছে পুতুলকে।

রবিবার (১২ জানুয়ারি) মামলার বিষয়টি নিশ্চিত করেছে দুদক। মামলায় শেখ হাসিনা ও পুতুলসহ আরও দায়ী করা হয়েছে রাজউক ও গণপূর্তের সাবেক ১৪ জন ঊধ্বর্তন কর্মকর্তাকে।

জানা গেছে, মায়ের ক্ষমতার অপব্যবহার করে এ প্লট পেয়েছিলেন পুতুল। প্রাথমিক তদন্তে এসবের প্রমাণ পেয়েছে দুদক। পুতুলকে ১ নম্বর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২ নম্বর আসামি করে মামলাটি করে দুদক। সাথে আসামি করা হয়েছে রাজউক ও গণপূর্তের সেসময়কার শীর্ষ আরও ১৪ কর্মকর্তাকে।

অভিযোগে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতাবলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তির নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৮০ হাজার কোটি দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে, রয়েছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণসহ ৯টি মেগা প্রকল্প। এছাড়াও বিদেশে অর্থ পাচারসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin