
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সংখ্যা ৬৬ লাখ ৩৭ হাজার ছাড়লো। বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৪ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ছয় জন এবং মারা গেছেন ৬৬ লাখ ৩৭ হাজার ৪০৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১০ কোটি পাঁচ লাখ সাত হাজার ৮০২ জন এবং মৃত্যুবরণ করেছে ১১ লাখ চার হাজার ৮৭৮ জন।
রাশিয়ায় মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দুই কোটি ১৫ লাখ ৭৯ হাজার ৮১২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯১ হাজার ৮৯০ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩২৭ জন এবং মারা গেছেন ৪৪ জন।
ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের। একইসময়ে ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২৫ জন এবং মারা গেছেন ৫৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৫৯ জন এবং মারা গেছেন ৪১ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৭৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭১০ জন।