আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সোমবার থেকে শুরু বিপিএলের সিলট পর্ব, টিকিট মিলবে যেখানে

 

বিপিএলের শুরুতেই এবার টিকিট নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে বিসিবিকে। টিকিটের মূল্য তালিকা ও প্রাপ্তির স্থান জানাতে দেরি করায় টিকিট নিয়ে লংকা কাণ্ড দেখা গেছে মিরপুর স্টেডিয়াম এলাকায়। টিকিটের জন্য স্টেডিয়ামের গেটও ভেঙে দেন বিক্ষোভকারীরা। তবে সেটি আর সিলেট পর্বে হতে দিতে চায় না বিসিবি। যে কারণে আগেভাগেই সিলেট পর্বের টিকিটের মূল্য তালিকা ও টিকিট প্রাপ্তির স্থান ঘোষণা করেছে বিসিবি।

সোমবার থেকে শুরু হবে বিপিএলের সিলেটপর্ব। যা চলবে ৬-১৩ জানুয়ারি। হবে মোট ১২টি ম্যাচ। যা সামনে রেখে গতকাল (শনিবার) বিকেল থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে। যা অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে নিশ্চিত করেছে বিসিবি। সেই পোস্টে টিকিটমূল্য ও প্রাপ্তির স্থানও উল্লেখ করা হয়েছে।

ঢাকার মতো সিলেটের ম্যাচগুলোরও অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে প্রথমে। অনলাইনে টিকিট মিলবে এই ঠিকানায়। যেখানে গতকাল বিকেল থেকেই বিপিএলের টিকিট মিলছে। তবে সরাসরি টিকিট বিক্রি হবে আজ (রোববার) থেকে।

সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় অফলাইন টিকিট পাওয়া যাবে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় আজ সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট। সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।

 

সিলেট পর্বে টিকিটমূল্য

 

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড– ১৫০ টাকা

 

পশ্চিম গ্যালারি– ১৫০ টাকা

 

গ্রিন হিল অ্যারিয়া– ১৫০ টাকা

 

পূর্ব গ্যালারি– ২৫০ টাকা

 

ক্লাব হাউজ– ৫০০ টাকা

 

জিরো ওয়েস্ট জোন– ৬০০ টাকা

 

গ্র্যান্ড স্ট্যান্ড– ২০০০ টাকা

 

টিকিট বুথ ও প্রাপ্তির সময়

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম– ৫ জানুয়ারি, বেলা ৩টা

 

সিলেট শিশু একাডেমি– ৫ জানুয়ারি, সকাল ১০টা

 

মধুমতি ব্যাংক, আম্বরখানা শাখা– ৫ জানুয়ারি, সকাল ১০টা

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin