বড়দিন- খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বিশ্বের সকল খ্রিষ্টান ধর্মের অনুসারীরা আজ এই দিনটি উদযাপন করছেন পরিবার ও কাছের মানুষদের সাথে। এ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারসহ ছবি পোস্ট করেছেন ক্রীড়াঙ্গনের অনেক খ্যাতিমান তারকারা।
পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও পরিবারের সঙ্গে অবসর সময় পার করছেন ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে। যে স্থানকে উল্লেখ করা হয় সান্তা ক্লজের আসল বাড়ি হিসেবে। তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়া এ অঞ্চলে অন্যদের থেকে আলাদাভাবে দিনটা উদযাপন করেছেন সি আর সেভেন। বুধবার ইন্সটাগ্রামে এক ভিডিও পোস্ট করেন রোনালদো। যেখানে দেখা যায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে খালি গায়ে বরফশীতল পানিতে নেমে পড়েন তিনি। এ সময় ছেলে জুনিয়র রোনালদোর সাথেও খুনশুটি করতে দেখা যায় তাকে । আগেরদিন আরেক ছেলেকে নিয়ে স্কিডুতে করে বরফ ঢাকা পথ ঘুরেছেন রোনালদো। ইনস্টাগ্রামে এমন ছবি পোস্ট করেন তিনি।
ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে বড়দিনের ভিডিও প্রকাশ করেন রোনালদো। যেখানে তিনি ও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় বড়দিনের শুভেচ্ছা। চলতি সৌদি প্রো লীগে রোনালদো মাঠে নামবেন আগামী ৯ই জানুয়ারি। ৩৯ বছর বয়সী রোনালদো চলতি মৌসুমে ১৯ ম্যাচে করেছেন ১৬ গোল। ক্লাবের পাশাপাশি আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমান লিওনেল মেসি। কিন্তু করোনার সময় ছাড়া প্রতিটি বড়দিন নিজের শহর রোজারিওতেই কাটিয়েছেন। এবারও আর্জেন্টিনাতে পরিবারের সাথে বিশেষ দিনটি কাটান মেসি। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে বড়দিন নিয়ে কোনো ছবি পোস্ট করেননি তিনি।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |




