আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হনুমান বললেন বরুণ ধাওয়ান

 

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। তাকে ভারতের ‘হনুমান’ তকমা দিলেন অভিনেতা। অমিত শাহ রাজনীতির ময়দানে ‘চাণক্য’ নামে পরিচিত। তবে তাকে এবার নতুন উপাধি দিলেন বরুণ ধাওয়ান।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বরুণ আসন্ন ‘বেবি জন’ ছবির প্রচারণায় ব্যস্ত। সিনেমার প্রচারের উদ্দেশে তিনি দিল্লির একটি আলোচনা সভায় যোগ দেন। সেই সভায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। সেখানেই রাম ও রাবণের পার্থক্য বিষয়ক একটি প্রশ্নের উত্তর দিয়ে অভিনেতার মন জয় করে নেন রাজনীতির চাণক্য।

সেখানে রাম ও রাবণের প্রসঙ্গ ওঠে। অমিত শাহের উদ্দেশে বরুণ প্রশ্ন রাখেন, রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন। অন্য দিকে রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন।

এই উত্তরে অভিভূত হয়ে বরুণ বলেন, ‘মানুষ আপনাকে রাজনীতির চাণক্য বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি দেশের হনুমান। কারণ আপনি নিঃস্বার্থ ভাবে দেশের সেবা করেন।’

বরুণ আরও বলেন ‘অভিনেতারাও সংলাপ মুখস্থ করে এত স্পষ্ট কথা বলতে পারে না। কিন্তু আপনি কত সহজে স্পষ্ট উত্তর দিলেন। এর থেকেই বোঝা যায়, আপনি মন থেকেই কথাটা বললেন।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংলাপের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। নিন্দুকদের দাবি, নিজের ছবির প্রচারের জন্যই বরুণ এই মন্তব্য করেছেন। আরেকজনের ভাষ্য, নজর কাড়ার জন্য কত চেষ্টাই না করতে হচ্ছে।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বেবি জন’। এই প্রথম ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করেছেন বরুণ। ছবিতে জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি, কীর্তি সুরেশও অভিনয় করেছেন। সালমান খানেরও একটি ক্যামিয়ো রয়েছে এই ছবিতে।

 

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin