আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিনেমা থেকে অবসরের সিদ্ধান্ত আমিরের

 

বলিউড অভিনেত্রী ও পরিচালক কিরণ রাও এবং বলি পারফেকশনিস্ট অভিনেতা আমির খান শুরু থেকেই যেন ছকভাঙা। তাদের বিয়ে টেকেনি, বিচ্ছেদ হয়েছে। তবু সম্পর্ক ভাঙেনি। একে অপরের হাত ছাড়েননি, এক পরিবার হয়েই পাশাপাশি থেকে গেছেন। বিচ্ছেদ যেন আরও মজবুত করেছে তাদের সম্পর্ককে। বিচ্ছেদ মানেই শেষ। মুখ দেখা নেই, দুজন দুদিকে।— এই সংজ্ঞাই যেন বদলে দিয়েছেন আমির খান ও কিরণ রাও।

এদিকে কিরণ তার ছবি ‘লাপতা লেডিজ’-এর জন্য সাফল্য পেয়েছেন। কিন্তু প্রযোজনার দায়িত্ব ছিল আমিরের কাঁধেই। যেই সময় এমন প্রশংসা ও সাফল্য পেলেন কিরণ, ঠিক সেই সময় অভিনয় থেকে অবসর নিতে চেয়েছিলেন এ বলি পারফেকশনিস্ট অভিনেতা। তবে কিরণই সেই ব্যক্তি, যার চোখের জল দেখে সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না অভিনেতা।

বলিউড অভিনেতা আমির খানের ক্যারিয়ারে গত কয়েক বছর সময়টা ভালো কাটেনি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল একের পর এক ছবি। ‘ঠগ্স অফ হিন্দুস্তান’ ব্যর্থ। এরপরে একই রকমের ভরাডুবির সম্মুখীন হয় ‘লাল সিংহ চড্ডা’।

জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি আমির খানের ছবি মন ভরাতে পারেনি দর্শক ও সমালোচকদের। ‘লাল সিংহ চড্ডা’র ব্যর্থতার পর প্রায় এক বছর প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির খান। অভিনয় থেকেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভেবেছিলেন ছেলেমেয়ে-পরিবার নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবেন এ অভিনেতা। মনে হয়েছিল সিনেমা তাকে হতাশ করেছে, আর নয়। তাই আর পর্দায় ফিরবেন না তিনি।

কিন্তু কিরণ রাও বুঝেছিলেন, সিনেমা-পাগল মানুষটা যখন অভিমানে মুখ ফিরিয়ে নিলেন, সেটি অন্তরের যন্ত্রণা থেকেই। তাই অনুরোধ করলেন তিনি।

আমির খান বলেন, একদিন আমরা দুজনে বসে আছি, হঠাৎ কাঁদতে শুরু করল কিরণ। আমার হাতটা ধরে বলল—তুমি নিজের এই সিদ্ধান্তে অনড় থেকো না। কারণ সিনেমাকেই তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। কাজে ফেরো। ব্যস! কিরণের কথা আর ফেলতে পারলেন না।

তিনি বলেন, প্রস্তুতি শুরু করে দিলেন পর্দায় ফেরার। তবে কিরণ একা নন, মেয়ে ইরা খানও বুঝিয়েছেন আমাকে। তার মতে, বাবা নাকি সারাক্ষণ বাড়ি থাকলে তারা শান্তিতে থাকতে পারবেন না। সেই কারণে কাজে ফেরারই ভালো। বড় ছেলে জুনায়েদও বাবাকে সাহায্য করেছেন বলেই জানান অভিনেতা।

অভিনয়ে একের পর এক ব্যর্থতার পর আপাতত নিজের প্রযোজনা সংস্থায় মন দিতে চান আমির। স্প্যানিশ ড্রামা ‘ক্যাম্পিওনেস’ অবলম্বনে হিন্দিতে ‘চ্যাম্পিয়নস’ ছবি বানানোর জন্য ইতোমধ্যে কোমর বেঁধে নেমে পড়েন তিনি। ছবিতে অভিনয় করতে চলেছেন ফারহান আখতার। এ ছাড়া শাহরুখ খানের ‘পাঠান ২’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে আমিরকে।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin