শরীয়তপুরের নড়িয়ায় সরকারী খাল দখল করে বহুতল ভবন নির্মান করা হচ্ছে।
উপজেলার চামটা ইউনিয়নের গোলার বাজার ভায়া হাটখোলা রোডের পাশে তেলীপাড়া বেপারী বাড়ির সামনে সরকারি খাল অবৈধভাবে দখল করে পাকা বাণিজ্যিক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।
অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন রাড়ির ছত্রছায়ায় তার চাচাতো বোন অভি আক্তার খালের পাশে কাপড়ের বেড়া দিয়ে দিনরাত শ্রমিক দিয়ে ভবন নির্মাণের কাজ করে যাচ্ছেন। চেয়ারম্যান এর বোন হওয়ায় ভয়ে স্থানীয় কেউ মুখ খুলতে সাহস পায়নি।
শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সড়কের পাশ দিয়ে প্রবাহিত সরকারি খালটির উপর ফাউন্ডেশন দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে নিচতলার ছাদ ঢালাই শেষে ২য় তলার কাজ চলছে।
এব্যাপারে অভিযুক্ত অভি আক্তার বলেন, ‘আমরা স্থানীয় চেয়ারম্যান সাহেব ও এসিল্যান্ড সাহেবের সাথে কথা বলেই এখানে ভবনটি নির্মান করছি। সরকারের জায়গা সরকারের যখন প্রয়োজন হবে আমাদের থেকে নিয়ে যাবে। আমরা তখন এটি ভেঙে দেব।’
এব্যাপারে চামটা ইউনিয়ন ভুমি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিলোনা। আপনাদের কাছে শুনলাম। আমি দ্রুত যথাযথ ব্যাবস্থা নিচ্ছি।’

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |




