আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল, খসরু

 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা ছাড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

দলীয় সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের সঙ্গে যাচ্ছেন দলীয় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই নেতা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন। তারা লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে যাবেন।

আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এ আয়োজনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই বছর বিএনপির তিন নেতা- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দেবেন না; তার পরিবর্তে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এই অনুষ্ঠানে বাবার প্রতিনিধিত্ব করবেন।

দলীয় অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই সফর আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার জন্য বিএনপির প্রচেষ্টার অংশ।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin