মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়ে নদীতে বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ওয়াশিংটনের নিকটবর্তী রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে পোটোম্যাক নদীতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছে জরুরি উদ্ধারকর্মীরা।
বুধবারের (২৯ জানুয়ারি) রাতের এই দুর্ঘটনার পর ওয়াশিংটনের নিকটবর্তী বিমানবন্দর থেকে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ স্থগিত করেছে কর্তৃপক্ষ। কারণ জীবিতদের খোঁজে ওই অঞ্চলের বিভিন্ন সংস্থার হেলিকপ্টার ঘটনাস্থলো উড়ছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে কানসাসের উইচিটা থেকে ছেড়ে আসা একটি আঞ্চলিক বিমানটি বিমানবন্দরের রানওয়ের কাছে যাওয়ার সময় একটি সামরিক ব্ল্যাকহক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের একটি ফ্লাইট এ দুর্ঘটনায় শিকার হয়েছে বলে তারা জানতে পেরেছে। এ সংক্রান্ত আরও তথ্য পাওয়া গেলে তারা এ বিষয়ে বিস্তারিত জানাবে।
নিকটবর্তী কেনেডি সেন্টারের একটি পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দেখা যায়, বিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুই সেট লাইট একটি অগ্নিকুণ্ডের সৃষ্টি করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার’ খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাছে অংশ নিয়েছেন।
১৯৮২ সালের ১৩ জানুয়ারি এয়ার ফ্লোরিডার একটি বিমান পোটোম্যাক দুর্ঘটনায় ৭৮ জন নিহত হওয়ার ঘটনার কথা স্মরণ করিয়ে দিল। খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছিল।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |




