আজ শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি
আজ শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি

‘আড়াল’-এ প্রীতম-নওশাবা

নির্মাতা নাজমুল নবীন নির্মাণ করেছেন ‘আড়াল’ নামের ওয়েব কনটেন্ট। এতে শিল্পী প্রীতমের বিপরীতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ।

‘আড়াল’-এ মুয়াজ্জিনের চরিত্রে অভিনয় করেছেন প্রীতম। কাজটির জন্য তাকে বেশ পরিশ্রমও করতে হয়েছে। নিতে হয়েছে নিজেকে ব্যাপক বদলে ফেলার চ্যালেঞ্জ।

এ প্রসঙ্গে প্রীতম বলেন, “আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলে বেশ উপভোগ করি। ‘আড়াল’র এই লুকটা তৈরি করার জন্য টিমের সঙ্গে কয়েকবার বসতে হয়েছে। গোঁফ কেটে ফেলার পর দেখি আমার চেহারা একদম বদলে গেছে! সেই সঙ্গে আমার হাঁটাচলা, কথা বলার ধরন, বডি ল্যাংগুয়েজ সবকিছুতে পরিবর্তন আনতে হয়েছে। যেটা আমার জন্য মোটেও সহজ ছিল না।”

‘মনপুরা দ্বীপের স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন সিদ্দিক ভোর রাতে নিজের ঘরের মেঝেতে আবিষ্কার করে এক নারীর মরদেহ। আকস্মিক এই ঘটনায় দুশ্চিন্তায় পড়ে সিদ্দিক, গ্রামে জানাজানি হবে এই ভয়ে তটস্থ থাকে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়, যখন পুলিশ মরদেহটি খুঁজতে এসে পায় না’- এমন গল্পে এগিয়েছে ওয়েব কনটেন্ট ‘আড়াল’। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) একটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin