আজ মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আজ মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছয় দিন পর স্বাভাবিক হলো সিলেট ওসমানী বিমানবন্দর

বন্যা কবলিত হয়ে ছয় দিন বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার সকাল থেকে বিমান চলাচল শুরু হয়েছে।
বিমানবন্দরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এদিন সকাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলাচল শুরু করেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে গেছে।
রানওয়েতে বন্যার পানি চলে আসায় গত ১৭ জুন বিকেল থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। দু’দিন পর রানওয়ের পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin