আজ শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি
আজ শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলেসহ তিনজনের

কিশোরগঞ্জের সদর উপজেলার জালিয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন, হারুন অর রশিদ (৪৫), তার ছেলে বাবলু (১৮) ও ভাতিজা শাদ (১০)। তারা জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিদ‌্যুতের প্রধান খুঁটি থেকে তার টেনে বাঁশের খুটির ওপর দিয়ে বাড়িতে সংযোগ নেওয়া হয়েছে। শাদ ওই বাঁশের খুঁটিতে তার সাইকেল রাখে। দুপুরে সেখানে থেকে সাইকেল আনতে গিয়ে বিদ‌্যুতায়িত হয় সে। শাদকে বাঁচাতে চাচাতো ভাই বাবলু ও চাচা হারুন অর রশিদ এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, বাঁশের খুঁটি থেকে কীভাবে তারা বিদ‌্যুতায়িত হলো বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন‌্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin